সিলেটপোস্ট রিপোর্ট:ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কলেজ ছাত্র রিমন আহমদ (১৮) নিহত হওয়ার ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নিহতের চাচা মমতাজ উদ্দিন বাদী হয়ে আব্দুস সোবহানকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা আরো ১৫ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা (নং-২৭) দায়ের করেন।
এদিকে, রিমন হত্যাকান্ডের ঘটনায় প্রতিপক্ষের অর্ধ শতাধিক পরিবার ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। গ্রেফতার আতঙ্কে প্রতিপক্ষের লোকজন সরিবারে এলাকা ত্যাগ করে চলে গেছে আত্মগোপনে। গ্রেফতার এড়াতে প্রতিপক্ষের লোকজন পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল বৃহস্পতিবার পুলিশের সামনে ঘর ছাড়া মানুষের বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
একটি সূত্র জানায়, প্রতিপক্ষের হামলা ও পুলিশের ভয়ে অন্তত ৫২টি পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
উল্লেখ্য, দক্ষিন খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র রইছ উদ্দিন ও একই গ্রামের মৃত মনোহর আলীর পুত্র আব্দুস সোবহানের মধ্যে দীর্ঘদিনের ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষে গ্রামের রইছ উদ্দিনের পুত্র ও জাউয়াবাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রিমন আহমদসহ কয়েক জন আহত হয়। গুরুতর আহত রিমন আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যায়।