সিলেটপোস্ট রিপোর্ট:পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ননদের নিষ্ঠুর হামলায় ৮ মাসের অন্ত্বঃস্বত্ত্বা ভাবীর গর্ভপাত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামে। জানা যায়, ওই গ্রামের জলফু মিয়া নামে এক ব্যক্তি মারা যাওয়ার পর থেকেই তার দু’পক্ষের সন্তানদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত সময়ে মৃত জলফু মিয়ার ১ম পক্ষের পুত্র শাহ আলম ও অপর পক্ষের কন্যা তফুরার মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তফুরা ও তার বোন ইয়াছমিন এবং তাদের মা জাহানারা হামলা চালায় শাহ আলমের অন্ত্বঃস্বত্ত্বা স্ত্রী হনুফার উপর। হামলায় অন্ত্বঃস্বত্ত্বা হনুফা ৮ মাসের এক মৃত সন্তান প্রসব করে। এ সময় হনুফাকে বাঁচাতে তার স্বামী শাহ আলম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় হনুফা ও শাহ আলমকে স্থানীয় মহিলা মেম্বার আয়েশা খাতুনের সহযোগীতায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।