সিলেটপোস্ট রিপোর্ট:আসন্ন ইদুল আযহা উপলক্ষে ৫ দিনের ছুটির কবলে পড়েছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ছুটি পাবেন ডিএসইর কর্মকর্তা-কর্মচারীরা। আর তার সঙ্গে সাপ্তাহিক ছুটি হিসেবে আগের দুইদিন ছুটি কাটাবেন তারা। এ হিসাবে ঈদে মোট ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।
ঈদ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ডিএসইর দাপ্তারিক কার্যক্রম পরিচালিত হয়। সে অনুযায়ী, ১৪ তারিখে আবারও নিয়মিতভাবে ডিএসইতে কর্মদিবস শুরু হবে। এ ব্যাপারে অবশ্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চ (সিএসই) তাদের বন্ধের কথা জানায়নি। তবে ডিএসইর সঙ্গে সঙ্গতি রেখে সিএসইতেও কার্যক্রম একই সময় বন্ধ থাকবে বলে জানা গেছে।