সিলেটপোস্ট রিপোর্ট:ব্যাপক উৎসাহ উদ্বীপনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ নির্বাচনের (২০১৬-১৮) ভোট গ্রহণ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে স্থাপিত ভোট কক্ষে ভোট গ্রহন বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এবারের নির্বাচনে তানহা-বাবুল পরিষদ ও বাছিত রাজু পরিষদ নামের দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১১টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সভাপতি পদে একজন এবং সহ সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন হারান কান্তি সেন। সহ নির্বাচন কমিশনার মো: তারা মিয়া। প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন ভূপাল রঞ্জন চন্দ।