সিলেটপোস্ট রিপোর্ট:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বীরেন্দ্রনগর গ্রাম থেকে চার লাখ ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁর নাম মোশারফ হোসেন (৩০)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, বুধবার বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে মোশারফ হোসেন উপজেলার বাগলী শুল্কস্টেশনে যাচ্ছিলেন। পথে বিজিবির বীরেন্দ্রনগর ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করে তল্লাশি করেন। মোশারফের শরীর থেকে চার লাখ টাকার সমমূল্যের ভারতীয় রুপি পাওয়া যায়। এ সময় তাঁর মোটরসাইকেলটিও জব্দ করা হয়। মোশারফকে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।