সিলেটপোস্ট রিপোর্ট:সিলেটে রাতের আধারে পত্রিকা এজেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গ্যারেজে থাকা দুটি মোটরসাইকেল পুড়ে যাওয়াসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টায় নগরীর রাজবাড়ী ১৫২ মিতালী বাড়িতে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা বাসার নিচে থাকা গ্যারেজে আগুন দিলে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পত্রিকা এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর ও তার ভাই হাফিজ উল্লাহ বাড়ির ভেতরে ছিলেন। বাড়ির ভিতর আটকা পড়া দুই ভাই চিৎকার করতে থাকলে মসজিদে থাকা মুসল্লীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করে।
আগুনে পালসার সিলেট ল-১১ ৫৪৫৫ ও সিডিআই সিলেট এ-৮০২১ নম্বরের দুটি মোটরসাইকেল পুড়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক হাফিজ উল্লাহ জানান। এর আগেও অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির বারান্দা থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়েছিল। কোতায়োলি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।