সিলেটপোস্ট রিপোর্ট:সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী জনৈক ছাত্রী লাঞ্চিতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে গোয়াইনঘাট উপজেলা।
বৃহস্পতিবার দুপুর ১টায় রুস্তমপুর ছাত্র সংসদের উদ্যোগে ইলিয়াছ মিয়ার গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে স্থানীয় বঙ্গবীর পয়েন্টে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সালুটিকর-গোয়াইনঘাট, বঙ্গবীর পয়েন্ট-হাদারপার সড়ক বন্ধ করে করেন এলাকাবাসী। এ মানব বন্ধন কর্মসূচীতে এলাকাবাসী, বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, রুস্তমপুর কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়া ও এলাকার সর্বস্থরের জনতা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বখাটে ইলিয়াছ মিয়াকে দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। বঙ্গবীর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউ.পি সদস্য জালাল উদ্দিনের সভাপতিত্বে ও রুস্তমপুর ছাত্র সংসদের সাধারন সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় মানব বন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন- রুস্তমপুর কলেজের প্রভাষক লুৎফুর রহমান, ইমরান আহমদ, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক স্বপন কুমার মিস্ত্রী, বশির উদ্দিন, গোলাম রব্বানী নিলু, আবুল কাশেম সরকার, রুস্তমপুর ছাত্র সংসদ সভাপতি শফিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল মান্নান, আব্দুল কাদির সুমন, শাকির আহমদ, সদরুল ইসলাম, আবুল হাসানাত, শামীম আহমদ, ইছরাক আলী, আব্দুল কাদির, আবুল কালাম, জাহাঙ্গীর, এনাম উদ্দিন, কামরান আহমদ।
উল্লেখ্য গত মঙ্গলবার বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির জনৈক ছাত্রী সকাল ৯টায় বিদ্যালয়ে আসার পথে স্থানীয় পাতনী গ্রামের নিজাম উদ্দিনের পুত্র ইলিয়াছ মিয়া (২০) কর্তৃক লাঞ্চিত হয়।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন সুরাহা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, শিক্ষার্থী লাঞ্চিতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বখাটে ইলিয়াছ মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।