সিলেটপোস্ট রিপোর্ট:মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার ২৫টি কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে দেশব্যাপী অব্যাহত জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বড়লেখা ও জুড়ী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের শিরিষতলা এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া উপজেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়খলা বশিরিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মাওলানা আবুল বশর।ৎ
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা সচিব মাওলানা নজরুল ইসলাম, হিফজুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফিজ খলিলুর রহমান, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার সম্পাদক এমএম আতিকুর রহমান, সুড়িকান্দি দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আফতাব হোসাঈন, টেকাহালী মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ইমাম উদ্দিন প্রমুখ।