সিলেটপোস্ট রিপোর্ট:জগন্নাথপুর থানা পুলিশ আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধরকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর শহরে মিন্টুর রঞ্জন ধরের ব্যবসা প্রতিষ্টান বিন্দুজ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরছালিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মিণ্টু রঞ্জন ধরের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, সনাতন ধর্মালম্বীদের দুই পক্ষের মধ্যে রতযাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা রয়েছে।