সিলেটপোস্ট রিপোর্ট:লিডিং ইউনিভার্সিটির এন্টি টেররিজম এন্ড মিলিটেন্সি প্রোগ্রাম বিষয়ক আয়োজক কমিটির উদ্যোগে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ইউনিভার্সিটির সুরমা টাওয়ারস্থ ক্যাম্পাসের হলরুমে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী’ এক আলোচনা অনুষ্ঠিত হবে।
জঙ্গিমুক্ত শিক্ষাঙ্গণ চাই এ স্লোগান নিয়ে লিডিং ইউনিভার্সিটিতে এন্টি টেররিজম এন্ড মিলিটেন্সি প্রোগ্রাম বিষয়ক আয়োজক কমিটি এই আলোচনা সভার আয়োজন করছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সভাপতিত্ব করবেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ মুমিনুল হক। সভায় লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী, শিক্ষক, ছাত্র-অভিভাবক, গণমাধ্যমের ব্যক্তিবর্গ, কমিউনিটি লিডারস ও ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।