সিলেটপোস্ট রিপোর্ট:বিশ্বনাথ থানা পুলিশ চোরাই গরু ও পিকআপ গাড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত হলেন-উপজেলার গড়গাঁও গ্রামের আজিম উল্লাহ’র ছেলে ফজলু মিয়া (৪৫)। বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল গ্রামের আকমল হোসেনের বাড়ির সামন থেকে তাকে আটক করা হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্যে প্রায় ৭০ হাজার টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদলের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাতে টহলরত অবস্থায় উপজেলার গড়গাঁও এলাকায় চোরাই গরু ও পিকআপ গাড়িসহ (সিলেট-ন-১১-১৭২৪) ফজলু মিয়া আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
গরুসহ একজন আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে গরুর প্রকৃত মালিক কে এখনও জানাযায়নি বলে তিনি জানান।