
বিটাউনের খবর, অ্যায় দিল হ্যায় মুশকিল-এর শুটিং শুরু হওয়ার পরই নির্মাতাদের সন্দেহ শুরু হয়, ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বচ্চনরা আপত্তি জানাতে পারেন। কিন্তু শুটিং-এর সময় এ বিষয়ে কোনও আপত্তিই তোলা হয়নি। ফলে সব দৃশ্যই এক কথায় ‘পারফেক্ট’ হয়ে যায়। কিন্তু টিজার সামনে আসার পরই অশান্তির পারদ চড়তে শুরু করেছে।
খবর পাওয়া যাচ্ছে, ঐশ্বরিয়ার সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে পরিচালক করণ জোহরের ওপরও বেজায় ক্ষেপেছেন অমিতাভ বচ্চন। অভিষেক বচ্চনও বেশ অসন্তুষ্ট। বচ্চনদের জলসায় ইতোমধ্যেই বিষয়টি নিয়ে বেশ জল-ঘোলা হয়েছে। কিন্তু প্রকাশ্যে যাতে এ বিষয়ে কোনও খবর না আসে তার জন্য তত্পর অভিষেক বচ্চন।
অভিষেক ইতোমধ্যেই অ্যায় দিল হ্যায় মুশকিল-এর টিজারটি রিটুইট করেছেন। কিন্তু অশান্তি কমছে না বলেই জানা গেছে।
ঐশ্বরিয়া-রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যে বচ্চনরা এভাবে খাপ্পা হয়ে যাবেন তা কল্পনাও করতে পারেননি পরিচালক করণ জহরও।
তবে শুধু বচ্চনরাই নন, রাই সুন্দরির এমন ‘সাহসী উপস্থিতি’ দেখে প্রায় সব মহলই হতবাক, দাবি ইন্ডিয়া ডটকম ও বিজনেস অফ সিনেমা।