
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, জেএমবির পুরোনো ধারার সক্রিয় সদস্য সোহেল মাহফুজ রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার বোমা প্রস্তুতকারী ও গ্রেনেড সরবরাহকারী ছিলেন।
রাজধানীতে জাল নোট চক্রের আটজন ও অজ্ঞান পার্টির ২১ জনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার অজ্ঞান পার্টির ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।