সিলেটপোস্ট রিপোর্ট:যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রস্তুতির মধ্যেই গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশ করেছেন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। শনিবার সন্ধ্যা ৭টায় কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায়।এর আগে বিকালে মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা ৬টি গাড়িতে করে ৪৬ জন লোক মীর কাসেমের সঙ্গে দেখা করতে কারাগারে পৌঁছেছেন। তাদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। ভেতরে ঢোকার জন্য প্রথমে ২৫ জন অনুমিত পান।পর্যায়ক্রমে পরিবারের ৪০ জনের বেশি সদস্য কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বের হন তারা।
কারা সূত্র জানিয়েছে, আজ রাতেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। ইতিমধ্যে ফাঁসি কার্যকরের আনুষাঙ্গিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।