সিলেটপোস্ট রিপোর্ট:সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই এলাকার শাহার মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শিবেন্দ্র চন্দ্র দাশ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় পলাতক আসামী, মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা রুজু হয়।