সিলেটপোস্ট রিপোর্ট:সৌদিআরবে রিয়াদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহীন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াদের হারা এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীনের বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে। রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কাপ্তান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শাহীন জালালাবাদ ইউনিয়নের জমির উদ্দিন মাস্টারের ছেলে। নিহতের পিতা জমির উদ্দিন জনশক্তি ব্যবসার সাথে জড়িত। বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য জমির উদ্দিন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাসায় আসার পর দু’জন ছিনতাইকারী তার বাসায় প্রবেশ করে এবং শাহীনকে ছুরিকাঘাত করে।
ছিনতাইকারীরা বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় শাহীনকে ছুরিকাঘাত করে। ঘাতকরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। সৌদি আইন-শৃংখলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে সূত্র জানিয়েছে।