সিলেটপোস্ট রিপোর্ট:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ চিকিৎসা শেষে রোববার যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা বিরতিকালে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান, সিসিকের সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েছ, সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা সিরাজ বক্স।