সিলেটপোস্ট রিপোর্ট:হবিগঞ্জে জাবেদ মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে শহরতলীর পোদ্দারবাড়ি এলাকার খান ম্যানশনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। জাবেদ শহরের শায়েস্তানগর এলাকার জিলু মিয়ার ছেলে।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, সকালে খান ম্যানশনের ছাদের ওপর জাবেদের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।