সিলেটপোস্ট রিপোর্ট:সুনামগঞ্জ জেলার সদর থানার জলিলপুর গ্রাম থেকে দেশীয় তৈরী একটি পাইপগানসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক আকিল মিয়া (২৫) ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। রোববার ভোর রাতে তাকে আটক করা হয়।
রোববার দুপুরে র্যাব-৯ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সহকারী পুলিশ সুপার মো. আজিজুল হক সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে পাইপগানসহ আকিল মিয়াকে আটক করে।
আটক আকিলকে সুনামগঞ্জের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।