সিলেটপোস্ট রিপোর্ট:মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২ঘটিকায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্্রাসা ময়দানে এই জানাযার নামাজ সম্পন্ন হয়।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অধ্যাপক ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, ছাত্রনেতা মাসুদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার অদূরে গাজীপুরের কাশিমপুর-২ কারাগারে ফাঁসির রশিতে ঝুলিয়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দণ্ড কার্যকর করতে তাকে ২০ মিনিট ঝুলিয়ে রাখা হয়।
এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয় শীর্ষ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হলো।