সিলেটপোস্ট রিপোর্ট:অাজ কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ০৬ নং দক্ষিন রনিখাই ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করতে ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে দৃঢ়ভাবে কাজ করতে হবে,নিজ নিজ অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করে উক্ত ইউনয়ন পরিষদকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। তিনি বলেন ১৮ বছরের নিচে মেয়ে ও ২১ বছরের নিচে ছেলেদের বিবাহ হলে সেটাকে শিশু বিবাহ বলে। তাই শিশু বিবাহের প্রতিরোধ গড়ে তুলে শিশুদের সুন্দর জীবন গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী অাব্দুল মুকিত বলেন,বাল্য বিবাহ সমাজ,রাষ্ট্রের
জন্য ক্ষতিকর,অামাদের সকলের উচিত দক্ষিন রনিখাই ইউনিয়ন পরিষদ কে বাল্য বিবাহ,সন্ত্রাস,জঙ্গী মুক্ত ইউনিয়ন গড়তে সকলকে সচেতন থাকার জন্য বিনীতভাবে অাহবান জানান।
এসময় বক্তব্য রাখেন,প্যানেল চেয়ারম্যান সুহেল অাহমদ,ইউ/পি সদস্য অাব্দুল মতিন(মতি),অাব্দুল খালিক,কতুব উদ্দিন,কটাই মিয়া,শাহিন অাহমদ,মুহাম্মদ অালী,জিয়াবুর রহমান,ইউ/পি সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ জয়গুন নেছা,সুফিয়া বেগম,দশর্মী রানী দাশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউ/পি ছাত্রলীগের সভাপতি সাচ্ছা মিয়া মুস্তাকিম,সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন ও যুগ্ম-সম্পাদক সিতেশ চন্দ্র দাশ,এম.হাসান মাহমুদ,সাচ্ছা মিয়া,শামীম অাহমদ,নুরুল মুস্তাকিম,গকুল দাশ,লোকেছ অাহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন,এলাকার মুরব্বিয়ান,অালিম সমাজ,যুব সমাজ,ছাত্রসমাজ-প্রমূখ।