সিলেটপোস্ট রিপোর্ট:হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মোবাইলে ২৮২৮ নাম্বারের একটি ফোনকল রিসিভ করে জুমা আক্তার (২৪) নামে এক গৃহবধু অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনাটি ঘটে। জুমা আক্তার শায়েস্তানগর এলাকার আকবর আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, জুমা আক্তারের মোবাইল ফোনে ২৮২৮ নাম্বার থেকে একটি ফোন আসে। পরে ফোনটি রিসিভ করা হলে কোন শব্দ পাওয়া যায়নি। তবে ফোনটি রিভিস করার পর থেকেই সে অসুস্থ বোধ করতে থাকে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে, রাত সাড়ে ১০টার দিকে তার বাড়িতে গিয়ে দেখা যায় মানুষের ভীড়। অপরিচিত নাম্বার থেকে ফোন রিসিভ করার পর সে অসুস্থ হয়েছে এ খবর শুণে শত-শত নারী পুরুষ জুমাকে দেখতে ভীড় জমায়। এসময় অসুস্থ জুমার সাথে এ প্রতিবেদকের আলাপকালে সে জানায়, ফোনটি রিসিভ করার পরই আমি অসুস্থতা বোধ করতে থাকি। আমার শরীরের হাত পা টানা শুরু করে। পরে তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে, এ ঘটনা নিয়ে সম্প্রতি জেলা জুড়ে শুরু হয়েছে সর্বত্র আলোচনা। গ্রাম গঞ্জের সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতংক। তবে এ ঘটনার মুল কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান, এ ঘটনাটি গুজব। যা সাধারণ মানুষদের মধ্যে আতংক ছড়ায়। তবে তিনি তাতে সাধারণ মানুষদেরকে আতংকিত না হওয়ার জন্য অনুরোধ জানান।