
আদালত অবমাননায় সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার পদত্যাগ চেয়ে হাই কোর্টে এক আইনজীবীর আবেদন এবং বিএনপির দাবি তোলার পরদিন মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলে আদালত অবমাননা করায় খাদ্যমন্ত্রী কামরুলের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করে ছয় মাস আগে সুপ্রিম কোর্ট জরিমানা করে।
সম্প্রতি তার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। তাতে সুপ্রিম কোর্ট বলেছে, আদালত নিয়ে মন্তব্য করে অবমাননার দায়ে দণ্ডিত দুই মন্ত্রী তাদের ‘সংবিধান রক্ষার শপথ ভেঙেছেন’।
এরপর এই দুই মন্ত্রীর পদত্যাগের দাবি উঠলেও তাতে তাদের কোনো সাড়া নেই। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও তারা অংশ নেন। কামরুল বলেন, একাত্তরের ঘাতকদের বিচার একটা চলমান প্রক্রিয়া। এই বিচারের পক্ষে আছি, থাকব। বিচার প্রত্যাশীদের পক্ষে আমার মুখে কথা বলেই যাব।