সিলেটপোস্ট রিপোর্ট:সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে উজ্জল মিয়া (৪০) নামের অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটিও (সিলেট থ-১১-০০৪২) জব্দ করা হয়।
আটককৃত উজ্জল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভিমকালী নোয়াগাঁও গ্রামের আব্দুর বারীর পুত্র। সে নগরীর কানিশাইলে একটি কলনীতে বর্তমানে বসবাস করে আসছিল।
জানা যায়, নগরীর চৌকিদেখী এলাকার সোহেল আহমদ এর স্ত্রী স্বপ্না বেগম কোর্ট পয়েন্ট থেকে সিএনজি করে আম্বরখানায় যাচ্ছিলেন। চৌহাট্টা পয়েন্টে আসা মাত্র সিএনজিতে থাকা সহযাত্রীরা (অজ্ঞান পার্টির সদস্য) তাকে অজ্ঞান করে নগদ অর্থ, স্বর্ণালংকার নিয়ে যায়।
তবে সাথে সাথে তার জ্ঞান ফিরে আসলে সে চিৎকার করে উঠলে চৌহাট্টা পয়েন্টে দায়িত্বরত গোয়েন্দা পুলিশ সদস্যরা ছুটে এসে সিএনজিসহ তার চালক উজ্জল মিয়াকে আটক করে।