
চিলমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের মতো আগমন সফল করতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা ও স্থানীয় আওয়ামী লীগসহ প্রশাসনের কর্মকর্তারা কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য সচিব এ এম বদরুদ্দোজা প্রমুখ। কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার এক লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় পাঁচ মাসব্যাপী এই চাল পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলাবাসীর দাবি: কুড়িগ্রাম জেলার উন্নয়নে নদ-নদীর ভাঙন রোধ, ড্রেজিং-এর মাধ্যমে নদ-নদীর নাব্যতা বৃদ্ধি, কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু, কুড়িগ্রামে শিল্পাঞ্চল, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল বাস্তবায়ন, আন্তর্জাতিক মানের চিলমারী নৌবন্দর চালু ইত্যাদি।