সিলেটপোস্ট রিপোর্ট:সরকার নির্ধারিত ভাতার দাবিতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা ধর্মঘট পালন করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও আন্দোলনকারীরা জানান।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ ব্যাপারে আলোচনা চলছে, বিষয়টি দ্রুত সমাধান হবে।
আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসক প্রিয়াংকা সাহা বলেন, ‘অন্য হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সরকার নির্ধারিত ১৫ হাজার টাকা ভাতা পান। কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের ভাতা দেওয়া হয় ১০ হাজার টাকা করে।’
ইন্টার্ন ডাক্তার নাজ রহমান বলেন, ‘সরকার নির্ধারিত ভাতা পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার (অব.) তোজাম্মেল হক বলেন, ‘আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে। দ্রুত এ ব্যাপারে সুরাহা হবে।’