সিলেটপোস্ট রিপোর্ট:বেতন বৃদ্ধির দাবিতে সিলেট উইমেন্স মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবারও সকাল থেকে ৯ টা থেকে ধর্মঘট শুরু করে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী জানিয়েছেন, অন্যহাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সরকার নির্ধারিত ১৫ হাজার টাকা বেতন পায়। কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বেতন দেয়া হয় ১০ হাজার টাকা। ন্যায্য বেতন আদায়ের জন্য দীর্ঘ দিন থেকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেয়। গতকাল মঙ্গলবাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসক ডা. প্রিয়ংকা সাহা জানান- হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ন্যায্য বেতন না দেয়ার কারণে ধর্মঘট পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।