সিলেটপোস্ট রিপোর্ট:মৌলভীবাজার জেলার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (চৌকিকোর্টের) সহকারী পাবলিক প্রসিকিউটর/সরকারি আইন কর্মকর্তা হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত।
গত ০৪ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রেরিত মৌলভীবাজার জেলার জেলা ও দায়রা জজ আদালতের আইনকর্মকর্তাগণের কোর্ট পরিবর্তন প্রসঙ্গে প্রেরিত চিঠির মাধ্যমে তাঁর নিয়োগ লাভের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত আইনজীবি হিসেবে সততা, দক্ষতা ও সুনামের সহিত দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপিসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগ মৌলভীবাজার জেলার বড়লেখা চৌকিকোর্টে এপিপি হিসেবে অ্যাডভোকেট জিল্লুর রহমানকে নিয়োগ ও বর্তমান এপিপি গোপাল চন্দ্র দত্তকে মৌলভীবাজার জেলার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল। পরে গত ০৪ সেপ্টেম্বরের প্রেরিত চিঠিতে কোর্ট পরিবর্তন করে অ্যাডভোকেট জিল্লুর রহমানকে জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।