সিলেটপোস্ট রিপোর্ট:অপরিচ্ছন্ন পরিবেশে রেস্টুরেন্টের খাবার পরিবেশন করার দায়ে নগরীর শিবগঞ্জে দুই রেস্টুরেন্টকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তাকে সহায়তা করেন এপিবিএন’র সিনিয়র এএসপি মো. আব্দুল কুদ্দুছ পিপিএম ও এএসপি হাবিবুর রহমান।
অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে নিউ সেবা রেস্টুরেন্টকে ১০ হাজার ও কলাপাতা রেস্টুরেন্টে আট হাজার টাকা জরিমানা করা হয়।