
সোমেন বন্দ্যোপাধ্যায়। অনেকের কাছেই হয়তো অজানা এই নাম। প্রবাসী এই ভারতীয় বাঙালির হাত ধরেই শুরু হয়েছিল লাস্যময় নৃত্যশৈলী ‘চিপেনডেল’। ষাটের দশকে শুরু হওয়া এই নৃত্য শুধু পুরুষ শিল্পীরা করে থাকেন, যাদের শরীরের উপরের অংশে পোশাক থাকে না।
লস অ্যাঞ্জেলসের এক নাইট ক্লাবে ‘চিপেনডেল’ শুরু হয়। পরবর্তীকালে এর জনপ্রিয়তা এশিয়া, ইউরোপ ও আমেরিকার অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু নব্বইয়ের দশকের শুরুতেই তিন প্রাক্তন ‘চিপেনডেল’ নৃত্যশিল্পীকে হত্যার অভিযোগ ওঠে সোমেন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ২৬ বছরের জেল হয় তার। ১৯৯৪ সালে কারাগারেই তার মৃতদেহ উদ্ধার হয়।
আপাতত কবীর খানের সঙ্গে ‘টিউবলাইট’ ছবির শুটিংয়ে ব্যস্ত সালমান। সেই কাজ শেষ করেই পর্দায় ‘চিপেনডেল’-এর জনককে ফুটিয়ে তোলার প্রস্তুতি শুরু করে দেবেন তিনি।