সিলেটপোস্ট রিপোর্ট:সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা সেই আফিয়া খাতুন লাকি (৩৪) মারা গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আকস্মিক সে মারা যায়। শুক্রবার বাদ জুমা দরগাহে হযরত শাহজালাল(র.) জামে মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আফিয়া হাউজিং এস্টেট ১৩২ নম্বর বাসার বাসিন্দা ক্বারী আব্দুন নূরের ছোট কন্যা। পিতার জিম্মি দশায় থাকা অবস্থায় ২০১৫ সালের অক্টোবরে মারা গিয়েছিল আফিয়ার বড় বোন সাফিয়া খাতুন কলির (৩৭)। এর ১১ মাসের মাথায় মারা গেল আফিয়া।
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি আফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার তার দাফন সম্পন্ন হয়েছে।