সিলেটপোস্ট রিপোর্ট:কুলাউড়া-ফুলতলা সড়কে পরপর শুক্রবার পর পর ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। ১ম দুর্ঘটনাটি ঘটে জুড়ী উপজেলার সমাই এলাকায়। একটি চলমান বাস সাইকেল আরোহী রিপন (১২) কে ধাক্কা দিলে সে মারাত্মক ভাবে আহত হয়। অপর দুর্ঘটনা টি ঘটে সকাল সাড়ে ১০টায় মানিক সিংহ এলাকায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে হালিমা বেগম (৩০), আনসার উদ্দিন (২২) ও ইসলাম উদ্দিন (২৫) মারাত্মক ভাবে আহত হন। আহতদেরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইসলাম উদ্দিন মারা যায়। সে বড়লেখা উপজেলার কাঠালতলি এলাকার গবিনপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। অনুরুপ ভাবে অপর দুর্ঘটনাটি ঘটে সকাল ১১টায় কুলাউড়া উপজেলার পুষাইনগর এলাকায়। দুর্ঘটনায় ৩০ বছরের এক অজ্ঞাত পরিচয় যুবক ঘটনাস্থলে মারা যায়। কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে। কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার ত-১১-১৮৫৯) আটক করে। অপর সিএনজিটি পালিয়ে যায়।