
নিহতরা হলেন উপজেলার দক্ষিণকুল গ্রামের তোয়াজুর রহমান (২০) ও সঞ্জিব দাশ (২০)।ওসি বলেন, রোববার রাতে নদীতে একটি পাথর বোঝাই নৌকায় চার শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে বৃষ্টি শুরু হলে তলা ফেটে নৌকাটি ডুবে যায়।“এ সময় দুই শ্রমিক সাঁতরে তীরে আসতে পারলেও অন্য দুইজন ডুবে যান।”স্থানীয়দের সহায়তায় সকালে দুই জনের লাশ ও ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।