
সোমবার সকাল সাতটায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউজ এলাকায় আহমেদ শাবিস্তার বাসার ছাদে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এতে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানের প্রায় দেড় শতাধিক পরিবারের মুসল্লিরা নামাজ আদায় করেন। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকায় একই জামাতে নারী মুসল্লীরা নামাজ আদায় করেছেন।
জামাতে ইমামতি করেন আলহাজ আব্দুল মাওফিক চৌধুরী পীর সাহেব। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়। নামাজ আদায়ের পর পশু কুরবানী দেওয়া হয়।
আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, গত ৮ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।