সিলেটপোস্ট রিপোর্ট:বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। গতকাল রবিবার রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছান তারা।
৫ সেপ্টেম্বর দ্বিতীয় বারের মতো বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় যান তাসকিন ও সানি। ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় তাসকিন এবং সানি পরীক্ষা দেন দুপুর ১টায়। এরপর শুধু অপেক্ষার প্রহর গুণছেন তারা।
তবে আগামী ১৪ থেকে ২১ দিনের মধ্যে পরীক্ষার ফল হাতে পাবেন বাংলাদেশের তারকা দুই বোলার।
প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝামাঝি সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
এরপরে ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষা দিলেও তারা সফল হতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।