সিলেটপোস্ট রিপোর্ট: সিলেটের পশুর হাটগুলোতে পশু আমদানি বাড়লেও বাড়েনি বিক্রি। দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বেশি লাভের আশায় বিক্রেতারা যেমন দাম কমাচ্ছেন না; তেমনি দাম কমার অপেক্ষায় বাজার ঘুরে যাচ্ছেন ক্রেতারাও।সিলেটের স্থায়ী হাট কাজির বাজার পচুর গরু এসেছে ইতোমধ্যেই। এছাড়াও সিলেটের অন্যান্য পশু হাটের তুলনায় লাক্কাতোরা দেশি গরুর আমদানি কিছুটা বেশি। হাটে প্রচুর গরু থাকলেও ক্রেতার উপস্থিতি অনেকটাই কম। যে ক’জন আসছেন তারা কেনার চেয়ে বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই বাছাই এ মনোযোগি বেশি। তাদের অভিযোগ গেল বছরের চেয়ে দাম বেশি চাইছেন ব্যবসায়ীরা।তবে ক্রেতাদের এ অভিযোগ নাকচ করে বিক্রেতারা বলছেন, তাদের যে দামে কিনতে হয়েছে সেই অনুযায়ী দাম চাইছেন। তাছাড়া এখন যারা হাটে আসছেন তারা মূলত দেখার উদ্দেশ্যেই এসেছেন। ঈদ যত এগিয়ে আসবে ক্রেতা-বিক্রেতার দরদামের এ ফারাক তত কমে আসবে এমনটাই মনে করছে দু’পক্ষ।