
সকাল ৯টায় র্প্বূ জিন্দাবাজারে বিভিন্ন রাস্তায় কোরবানির পশু জবাই করতে দেখা গেছে। একইভাবে নয়াসড়ক, কাজীটুলা, উপশহর, জল্লারপাড়া, মিরাবাজারে রাস্তা ও ফুটপাথে কোরবানির পশু জবাই করা হয়েছে। অভিজাত এলাকা উশহরেও রাস্তায় পশু কোরবানি করা হয়। অন্যদিকে সব ধরনের ব্যবস্থা থাকলেও পশু জবাইয়ের নির্ধারিত স্থানে সকাল থেকে খুব কম সংখ্যক লোক পশু কোরবানি করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছিলেন কোরবানির পশু জবাইয়ের জন্য সব সিটি করপোরেশন ও জেলা শহরে সম্ভাব্য ৬ হাজার ২৩৩ স্থান নির্ধারণ করা হয়েছে। কোরবানির ১০ থেকে ১৫ দিন আগে কখন কোন এলাকার বা বাড়ির পশু জবাই হবে, তার বিবরণ-সংবলিত স্লিপ প্রতিটি বাড়িতে পৌঁছানো হবে।
এমন নিদের্শনার পর সিলেট সিটি করপোরেশনে ২৭ স্থানে পশু জাবাই করার নিদের্শনা দেয়া হয়েছিল।