সিলেটপোস্ট রিপোর্ট:সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার জেলা ও মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়- ২০১১ সালে দক্ষিণ সুরমায় বাসে আগুন দিয়ে এক যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত মামলায় আজমল বখত সাদেক রবিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন।
আদালতের বিচারক আকবর হোসেন মৃধা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।