সিলেটপোস্ট রিপোর্ট:হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র চিকিৎসা চলছে সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে। ইতিমধ্যে তার হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে। তবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে চূড়ান্ত কোনো বক্তব্য দেননি এখনো। এ জন্য আরো কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে হান্নান শাহর পারিবারিক সূত্র।
জানা গেছে, রিং পরানোর ফলে হৃদরোগের সমস্যার মোটামুটি সমাধান হলেও ফুসফুসে পানি জমে যাওয়া ও কিডনি সমস্যার কারণে তাকে আরো লম্বা সময় সেখানে চিকিৎসা নিতে হতে পারে।
হান্নান শাহর এপিএস শাহজাহান সিরাজ জানান, ‘স্যারের (হান্নান শাহ) স্বাস্থ্যের উন্নতি বলতে হার্টে রিং পরানো হয়েছে। তবে চিকিৎসকরা এখনো বিস্তারিত কিছু জানাননি। তারা স্যারকে পর্যবেক্ষণ করছেন। তবে তাকে লম্বা সময় চিকিৎসা নিতে হতে পারে বলে আমরা ধারণা করছি। হান্নান শাহ’র সঙ্গে হাসপাতালে আছেন তার ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান সুমি।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিএনপির এই শীর্ষ নেতাকে গত ৬ সেপ্টেম্বর সিএমএইচে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে গত রবিবার সিঙ্গাপুরে নেয়া হয়।