সিলেটপোস্ট রিপোর্ট:সিলেট সদর উপজেলার লামাকাজিতে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার লোকজনের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে। সিলেট সর্দ উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মধ্যস্থতায় বিষয়টি সুরাহার পদক্ষেপ নেয়া হয়েছে। বিবদমান দুটি পক্ষকে নিয়ে এ নিয়ে শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সময় এসএমপি’র ডিসি ফয়সল মাহমুদ, জালালাবাদ থানার ওসি আখতার হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।