
ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে ছাড়া খেলতে নামা রিয়ালকে এদিন গোল এনে দেন প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া হামেস রদ্রিগেস ও করিম বেনজেমা।
এর আগে ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল পেপ গুয়ার্দিওলার বার্সেলোনা। তা ছোঁয়ার পথে গত মৌসুমের শেষ ১২ ম্যাচের পর চলতি মৌসুমে প্রথম চার ম্যাচ জিতল জিনেদিন জিদানের দল।
এদিকে লা লিগায় টানা চার ম্যাচে জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৯। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে লাস পালমাস।