সিলেটপোস্ট রিপোর্ট:বানিয়াচং উপজেলার গুণই গ্রামে যৌতুকের টাকা না দেয়ায় ছফিনা আক্তার (২২) নামে এক গৃহ বধুকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে পাষন্ড স্বামী। মূমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে গুনই গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। গতকাল রবিবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, গুণই গ্রামের আব্দুল ছালেকের মেয়ে ছফিনা আক্তারের সাথে বেশ কিছু দিন পূর্বে বিয়ে হয় একই গ্রামের আব্দুস সহিদের পুত্র রাসেল মিয়ার। বিয়ের পর থেকেই রাসেল মিয়া স্ত্রী ছফিনা আক্তারকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছে। এরই জের ধরে গতাকাল আবারো রাসেল মিয়া ছফিনাকে দেড় লক্ষাধিক টাকার জন্য চাপ দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাসেল মিয়া উত্তেজিত হয়ে ছফিনাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।