সিলেটপোস্ট রিপোর্ট:চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের আজগর আলীর পুত্র ইউনুছ আলী ওরফে এলাচ মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে ও এসআই সেলিম উদ্দিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০নং মিরাশী ইউনিয়নের মহদিরকোনা জামে মসজিদের সামনের রাস্তা থেকে ইউনুছ আলীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ইউনুছ আলী ওরফে এলাচ মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে দুপুরে মাদক সম্রাট ইউনুছ আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।