
১৯৯৩ সালে মুক্তি পাওয়া জ্যাকি শ্রফ ও শাহরুখ খান অভিনীত ওই ছবির নাম কঙ্গনাকে দেয়ার কারণ হল, কঙ্গনা নাকি সেই সময়টায় শুটিং স্পটে পৌঁছে খুবই খিটখিট করতেন! এটা ঠিকঠাক হচ্ছে না, সেটা কেন সময়মতো হয়নি- এরকম নানা ব্যাপার নিয়ে তার বকুনির মুখে পড়তেন শুটিং-দলের লোকজন। জ্যাকি শ্রফ অভিনীত ‘কিং আঙ্কল’-এর মতো এরকম রাগ আর নিয়মানুবর্তিতা দেখানোর জন্য এই ডাকনামটিই দেয়া হয় নায়িকাকে!
বলাই বাহুল্য, কঙ্গনা মোটেও এই ডাকনামটাকে সহজ ভাবে নিতে পারেননি! তিনি ছবির ভালোর জন্যই খিটখিট করছেন আর সেটাকে নিয়ে সবাই যদি মশকরা করে, তবে তো তা তার ভাল লাগার কথাও নয়! সেই জন্যই ‘কিং আঙ্কল’ শব্দটা শুনলেই রেগে যান নায়িকা।