সিলেটপোস্ট রিপোর্ট:সিলেটের ওসমানীনগরে মোবারকপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের হত্যা মামলাটি অগ্রাধিকার মামলা হিসেবে বিবেচনা করতে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। সোমবার সকালে জেলা ও মহানগর ইমাম সমিতির নের্তৃবৃন্দ পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি ওসমানী নগরের ওসিকে এ নির্দেশ দেন।
জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব ও জেলা সেক্রেটারি মাওলানা এহসান উদ্দিনের নের্তৃত্বে ইমামদের আট সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে যান। তারা পুলিশ সুপারের কাছে এ হত্যাকান্ডের সুষ্টু বিচার ও তার সহযোগীতা কামনা করেন।
জবাবে পুলিশ সুপার তাদের সম্মুখেই এ নিয়ে থানার ওসির সাথে কথা বলেন এবং এ বিষয়ে ত্বরিৎ পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এসময় তিনি জানান, হত্যাকান্ডের মামলায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি দলে অন্যদেও মধ্যে ছিলেন, ইমাম সমিতির জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া, মাওলানা আব্দুল হাই ও দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান।