সিলেটপোস্ট রিপোর্ট::বন্ধু হওয়ার যোগ্যতা হারিয়েছেন কাজল।’ নিজের আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’–তে বিস্ফোরক পরিচালক করণ জোহর। অভিনেত্রী ও দীর্ঘদিনের বন্ধু কাজলের সঙ্গে মনোমালিন্য প্রসঙ্গে লিখেছেন, ‘কাজল নয়, বরং ওর স্বামীর সঙ্গেই সমস্যা ছিল আমার। প্রথম থেকেই কাজল সেটা জানত। অজয়ও ব্যাপারটা বুঝত। কী নিয়ে ঝামেলা সেটা না বলাই ভাল। খুব দুঃখ পেয়েছিলাম। কিন্তু গোটা ব্যাপারটা নিয়ে কাজল যখন টুইট করল তখনই বুঝলাম ২৫ বছরের বন্ধুত্ব ফুরলো। এখন কাজলকে নিয়ে আমার কিছুই বলার নেই। যেটুকু আবেগ ছিল তা ও নিজে হাতেই শেষ করে দিয়েছে। আমার বন্ধুত্বের যোগ্য নয় ও। ওর জন্য আমার মনে আর কোনও অনুভূতি নেই। আর ওর স্বামীকে নিয়ে তো কথাই বলতে চাই না। আমার জীবনে ওঁর কোনো গুরুত্ব নেই।’উল্লেখ্য, সেই ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির শ্যুটিংয়ের সময় থেকে কাজল–করণের বন্ধুত্ব। কাজলকে মাথায় রেখেই একাধিক ছবির চরিত্র লিখেছেন করণ। স্বামী অজয় দেবগণ না এলেও, করণের বাড়ির সব অনুষ্ঠানে হাজির থাকতেন কাজল। কিন্তু গত বছর সেই বন্ধুত্বের তাল কাটে। করণ জোহর পরিচালিত ‘ অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগণ পরিচালিত ‘শিবায়’ নিয়েই সমস্যার সূত্রপাত। গত বছর অক্টোবরে একদিনের তফাতে মুক্তি পেয়েছিল দুটটি ছবি। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই করণের বিরুদ্ধে তোপ দাগেন অজয়। অভিনেতা কামাল আর খানের একটি রেকর্ডিং প্রকাশ করে বলেন, তাঁর ছবি যাতে ফ্লপ করাতে উঠে পড়ে লেগেছেন করণ জোহর। করণ অভিযোগ অস্বীকার করলেও, স্বামী অজয় দেবগণের পাশেই দাঁড়ান কাজল।
কাজল বন্ধু হওয়ার যোগ্য নয়: করণ
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন