সিলেটপোস্ট রিপোর্ট::জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের জালালাবাদ থানার মানসীনগর গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মানসী গ্রামের জৈন উদ্দিন ও আজমান আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ জৈন উদ্দিনের পক্ষের লোকের ওই জমি দখলে গেলে অন্যরা বাধা দেয়। ফলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।