সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মেধাবী কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমা বেগমের উপর ছুরিকাঘাত করার ঘটানার সাথে জড়িত লম্পট বাহার উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটে জেলা ও পল্লী সমাজ সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে গতকাল ১৮ জানুয়ারী বুধবার বিকেলে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সিলেট সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মোঃ কাইয়ুম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দা শিরিন আক্তার।
বক্তব্য রাখেন সমিতির সদস্য এডভোকেট মাহমুদা বেগম, এডভোকেট জাকিয়া জালাল, এডভোকেট রাশেদা-শাহিদা খানম, এডভোকেট সন্ধ্যা লক্ষ্মী দে, এডভোকেট আসমা বেগম, এডভোকেট রহিমা বেগম, যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ইউসুফ আলী, টিআইবি এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা, ব্র্যাকের এফ আর বিউটি রায়।
উপস্থিত ছিলেন পল্লী সমাজের নেতৃবৃন্দের মধ্যে জহুরা বেগম, নূর চান বেগম, রেনু বেগম, ইমা, আমেনা বেগম, সালমা, নাজমা, শিউলী, জলি, মরিয়ম, মারজিয়া, পারভীন, মনোয়ারা, নূরজাহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পুরুষ শাসিত সমাজে নারীরা অবহেলিত। ছাত্রীদের নিরাপত্তা দিতে প্রশাসনকে কঠোর হতে হবে। সিলেট সরকারী কলেজের ছাত্রী খাদিজার পর জকিগঞ্জের কলেজ ছাত্রী ঝুমা বেগমের উপর নির্যাতনের ঘটনায় জাতি আজ হতভম্ব। এ সকল নির্যাতনের প্রতিকার করা না হলে সমাজে অরাজকতা দেখা দিবে। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে লম্পট বাহার উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি