সিলেটপোস্ট রিপোর্ট::ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে দেখিয়ে জাতীয় দলে ঢুকেছিলেন লিটন দাস। কিন্তু সেখানে নিজেকে মেলে ধরতে পারেননি। অবশেষে সেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্তভাবে রানে ফিরলেন তিনি।
এবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে দ্বিতীয় দিনে দারুণ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ২০০ রান করতে তিনি খেলেছেন ২২১ বল।
যাতে রয়েছে ২৪টি চার ও ৪টি ছক্কার মার। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৭৫ রানের।
এর আগে প্রথম দিন ইস্ট জোনের বোলিং তোপে ২২৪ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোন । জবাবে লিটন দাসের ডাবল সেঞ্চুরিতে চালকের আসনে বসেছে ইস্ট জোন।
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ৩টি করে টেস্ট ও টি-টুয়েন্টি এবং ৯টি ওয়ানডে খেলেছেন লিটন। আন্তর্জাতিক অঙ্গনে সব ফরম্যাট মিলিয়ে তার সর্বোচ্চ ইনিংসটি সাদা পোশাকে, ৫০ রানের। তবে প্রথম শ্রেণি ও লিস্ট-এ’র ম্যাচ মিলিয়ে আগে আরো ১০টি শতক আছে তার।