সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়। জালালাবাদ থানার সহকারী কমিশনার মাইনুল আবছারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মোল্লারগাঁওয়ের আবদুল জব্বারের ছেলে আবদুল হামিদ (২৬), মীরেরগাঁওয়ের আবদুল কাইয়ুমের ছেলে আবদুল কাহার (২৪) এবং লালারগাঁওয়ের ফজর আলীর ছেলে মকবুল (২৪)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিভূতি ভূষণ বানার্জী জানান, গত ২৭ জানুয়ারি দিবাগত রাতে জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের চানপুর গ্রামে হাজী মো. আনছার আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
পরদিন আনছার আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানার সহকারী কমিশনার মাইনুল আবছারের নেতৃতে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. ওমর ফারুকসহ একটি টিম অভিযান চালিয়ে ওই তিন ডাকাতকে গ্রেফতার করে।